বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ কুমিল্লার মাজখার বদর বাজার চান্দিনার আদনান রুহুল শামিম (১১) নামের ৬ মাস আগে নিখোঁজ শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন -লিডো।
আজ (১২ জানুয়ারী) সকালে লিডোর প্রতিনিধি মোঃ মাসুদ মাহাতাব ঢাকা রেলওয়ে থানার ৬০৮ নং জিডি মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।
শিশু শামীম তার দুঃখ কষ্টের কথা সংবাদ মাধ্যম কে বললে সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে তার ভিডিও টি
অনলাইনে ভাইরাল হলে গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শিশু শামীম কে লিডোর প্রতিনিধিরা নিরাপদ আশ্রয়
নিশ্চিত করা এবং পরিবারের খুঁজে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য ঢাকা রেলওয়ে থানার ১৩৮৪ নং
মাধ্যমে উদ্ধার করে লিডোর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখায় আশ্রয় প্রদান করি।
লিডোর ট্রানজিশনাল শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখার সোশ্যাল মোবিলাইজার মোঃ মাসুদ মাহাতাব জানায়,
শিশুটি কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ দিন ধরে বসবাস করছে,
কিছুদিন ধরে দৈনিক প্রতিদিনের খবর ২৪ এর পেইজ থেকে
তার একটি ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়,
আমরা শিশুটির থাকা খাওয়া এবং নিরাপদ আশ্রয় প্রদান করার জন্য তার সাথে কথা বলি
শিশুটি একটি আশ্রয় চাইলেন তাকে আমাদের ট্রানজিশনাল
শেল্টার সেতুবন্ধন কমলাপুর শাখায় আশ্রয় প্রদান করি। শিশুটির
সাথে কথা বলে জানতে পারি শিশুটির বাবা নাই মা সৌদি প্রবাসী।
শিশুটির তার মায়ের জন্য মন খারাপ হয়। একা একা তার বাড়িতে থাকতে মন চায় না। তাই শিশুটি কমলাপুর রেলস্টেশনে চলে আসে।
আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার পর শিশুটির পরিবার খোঁজার জন্য লিডোর সমাজকর্মীরা কুমিল্লার বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে।
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান , জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পত্রিকা গুলোর সাথে যোগাযোগ করে। শিশুটির পরিবার খুঁজে বের করা হয়।
শিশুটির মা মোসা: সুমি আক্তার বলেন আমি আমার ছেলেকে ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে খুঁজে পাচ্ছিলাম না।
আমি সৌদিতে মানুষের বাসায় কাজ করি আমার এই ছেলের ভবিষ্যতের জন্য।
কিন্তু যখন শুনতে পাই আমার ছেলেকে কোথায় ও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তখন আমি বিদেশ থেকে চলে আসি আমার ছেলেকে খোঁজার জন্য।
আজ লিডোর মাধ্যমে আমার হারিয়ে যাওয়া বাচ্চা কে আমার বুকে ফিরে পেয়ে আমি আনন্দিত।
রবিবার (১২ জানুয়ারী ২০২৫ যাচাই পূর্বক শিশু আদনান রুহুল শামীম পিতা- রুহুল আমিন, মাতা- সুমি আক্তার।
সাং বশত আলীর বাড়ি, থানা- চান্দিনা জেলা- কুমিল্লা।কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, লিডো একটি অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা যা শিশু
উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে এনজিও বিষয়ক ব্যুরো ও মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে।
সংস্থাটি মূলত পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে বিভিন্ন
কর্মকান্ড যেমন- ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পথশিশুদের উদ্ধার, হারিয়ে যাওয়া
শিশুদের পরিবার খুঁজে পরিবারের কাছে হস্তান্তর, পুনর্বাসন, পথস্কুল পরিচালনা,
মোবাইল স্কুল পরিচালনা, পথপরিবার ও শিশুদের অর্থনৈতিক সহযোগিতা করে আসছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply