সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ ৯জুনের নির্বাচনে শুক্রবার দুমকি হাইস্কুল মাঠে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৭জুন শুক্রবার, বিকাল ৩টায় দুমকি এ.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদারের শেষ নির্বাচনী জনসভায়
নাগরিক মঞ্চের আহবায়ক অধ্যাপক মজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, জাতীয়
পার্টি, বিএনপি, চরমোনাই সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বার বার নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুন অর রশিদ হাওলাদার।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন।
দুমকি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহ জাহান আকন সেলিম,
দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মাসুদ আল মামুন, পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম।
লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন। সভা মঞ্চে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দুমকি এ.কে স্কুল মাঠ কানায় কানায় ভোটাররা পরিপূ্র্ণ করে তোলে।মিছিলে মিছিলে সভা স্থলে উপস্থিত হয় ভোটার নারী, পুরুষ।
সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত জনগনের খেদমতে আছি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আছি এবং থাকব। আমি আপনাদের মাঝে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেছি।
দুমকি উপজেলা, বিজ্ঞান প্রযক্তি বিশ্ববিদ্যালয়, চরগরবদী লঞ্চঘাট, কালভার্ড, ব্রীজ, রাস্তাঘাট ইউনিয়ন কানেক্টিং সড়ক, উপজেলা কানেক্টিং সড়ক দিয়ে উন্নয়ন করেছি।
বাকি কাজগুলো এবারে আমাকে নির্বাচিত করলে সমাপ্ত করব ইনশাল্লাহ। সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে দুমকির রূপকার সাবেক সচিব, সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব এম কেরামত আলীর ছেলে মোঃ সাকিব আলী মোবাইল ফোনে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন কালো টাকায় বিক্রি হবেন না। মাদকমুক্ত ও চাদাবাজমুক্ত দুমকি উপজেলা গঠনে মটরসাইকেল মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।
Leave a Reply