রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
দুমকিতে পীরতলা খালটি, এখন ময়লার ভাগাড়, গন্ধে রোগাক্রান্ত হচ্ছে মানুষ

দুমকিতে পীরতলা খালটি, এখন ময়লার ভাগাড়, গন্ধে রোগাক্রান্ত হচ্ছে মানুষ

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর জেলার দুমকি উপজেলার প্রান কেন্দ্রে পীরতলা বাজার কোল ঘেষে বয়ে যাওয়া সরকারি রেকর্ডভুক্ত খালটি এখন দখল-ভরাট আর মায়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কয়েক বছর পূর্বে খনন হলেও যেইসেই, আবার দীর্ঘ দিন ধরে খনন ও পরিচ্ছন্নতার অভাব ও বাজারের সমস্ত হাটুরেরা এবং দোকানদাররা ময়লা-আবর্জনা ফেলায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে।

 

খালের পাশেই উপজেলা শহরের ঐতিহ্যবাহী পিরতলা বন্দর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

স্থান ঘুরে দেখা যায়, শহরের খালটি আবর্জনায় ভরা। কোথাও পানি জমে আছে, কোথাও ময়লার স্তূপ সৃষ্টি হয়েছে আবার কোথাও কচুরিপানায় ভরে আছে।

এ ছাড়া খালের পাড়ে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কারণে মাটি ভরাটের ফলে খালের পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়।

সে সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কিন্তু তার কয়েক দিন পরেই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, খালের দুর্গন্ধের কারণে তাদের যাতায়াতে সমস্যা হয়। সুস্থ পরিবেশের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ প্রফেসর জাহিদ হাসান জানান, বর্ষা মৌসুমে ময়লার দুর্গন্ধে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ক্লাস রুমে ঢোকা দুষ্কর হয়ে পড়ে। শিক্ষার্থীরাও ক্লাসে টিকতে পারে না।

শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী মৃধা জানান, আগাগোড়ায় স্লুইজগেটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ক্রমে ক্রমে খালটি ভরাট হয়ে গেছে।

পাশাপাশি অবৈধ দখলদাররাও যে যেমন পারছে ভরাট করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের আয়াতন বৃদ্ধি করায় খালটি অস্তিত্ব হারাতে বসেছে।

এমতাবস্থায় অসচেতন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ খালে নিয়মিত ময়লা- আবর্জনা ফেলছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আমি এখানে নতুন এসেছি।

সব কিছুই আমার অজানা। দ্রুত সময়ের মধ্যে খোঁজখবর নেবার চেষ্টা করছি।

সরেজমিন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories