বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মুরাদিয়া ইউপির স্বপ্ন সিঁড়ি সোসাইটি’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে। ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হকের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. কামরুল হাসান সাগর, রেমিটেন্স যোদ্ধা (সিআইপি) এর সার্বিক সহযোগিতায় জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে মো. কামরুল হাসান সাগর (সিআইপি) বলেন, “মানুষের সেবাসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে মুরাদিয়া স্বপ্ন সিঁড়ি সোসাইটি।” তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।” বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করার যে চেষ্টা আজকের তরুণ সমাজ করেছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার সাংসাবিদকদের বলেন, “প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা করি।” শুধু মুরাদিয়া-চরবয়েড়া নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ারও আহবান জানান।
Leave a Reply