সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকীর লেবুখালীতে মোসা: লামিয়া আক্তার হালিমা (২৪) নামে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা লাইজু বেগম। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার ফোরকান মাতব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোলাম রাব্বী’র স্ত্রী এবং একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইব্রাহিম খানের মেয়ে।
সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইব্রাহিম খানের মেয়ে মোসা: লামিয়া আক্তার এবং লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফোরকান মাতব্বরের ছেলে গোলাম রাব্বি’র প্রেমের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং পুনরায় বিয়ে করে তারা সংসার করেন।
হাবিবুর রহমান(৩) নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের বড় মামা রবিউল মৃধা বলেন, আমার ভাগ্নীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঘটনার পর আমরা সেখানে গিয়ে রাব্বি কিংবা তার পরিবারের কাউকে পাইনি।
আমার ধারনা তারা(স্বামী, শ্বাশুড়ি ও ননদ) বালিশ চাপা দিয়ে লামিয়াকে হত্যা করেছে।
জানতে চাইলে লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন বলেন, স্বামী-স্ত্রী’র মাঝে টুকটাক বাকবিতান্ডতা থাকতে পারে।
তবে একবার সালিস করে মিমাংসা করে দেয়া হয়েছে।আসলে আমরা কেউ তো দেখি নাই, কিভাবে মারা গেল কেমনে বলবো।
এ ব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান বলেন এই ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলার হয়েছে।
তবে সুরতহাল প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে।
Leave a Reply