বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ দু,দিন কলাপাড়া, তাপবিদ্যুৎ প্রকল্প, ও কুয়াকাটা সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমনে আজ সনিবার রাতে এক মতবিনিময়, সভাপতিত্ব করেন,সভাপতি জাকির হোসেন হাওলাদার,
সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজজামান চুননু মিয়া, সহ সভাপতি, ম,মামুনখান,প্রচার সম্পাদক সৈয়দ জসিমউদদীন,
অর্থ সম্পাদক, জালাল উদ্দীন, সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুমকি ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সভাপতি, বিচারাদালত পএিকার প্রতিসঠাতা, ও প্রকাশক, আলহাজ্ব এ্যাড, মাও, মো,রুহুল আমিন, সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক বৃন্দ।
অতিথি বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক,পএিকায় জনগনের কথা তুলে ধরুন, জাতে জনগন ও জাতি উপকৃত হবে,ভ্রমনে ২১ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply