শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্ঠা উজিরপুরে ৬৩ বছর বয়সী নারীর লাশ উদ্ধার কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দ্রত সময়ে নির্বাচন দিয়ে জনগনকে ক্ষমতা হস্তান্তর করুন-রহমাতুল্লাহ

দ্রত সময়ে নির্বাচন দিয়ে জনগনকে ক্ষমতা হস্তান্তর করুন-রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ দ্রত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগনকে ক্ষমতা হস্তান্তর করুন বলে জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় অভিজ্ঞ নয়।

তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি আরো বলেন, আমি ঢালাওভাবে বলব না, তবে অর্ন্তবর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।

ক্রমাগত বিশৃঙ্খলা বাড়ছে, বাজার ব্যবস্থা নাজুক, এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাস চলছে।

দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন,

বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, দলের শীর্ষ নেতৃত্ব সার্বক্ষণিক নেতাকর্মীদের কর্মকাণ্ডের খোঁজ রাখছেন।

গণমাধ্যমকর্মীদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তারা সবার খবর রাখেন, কিন্তু তাদের খবর কেউ রাখে না।

রাজনৈতিক নেতাকর্মীদের উচিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকা।

তিনি আরো বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

সরকারের উচিত স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ না করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন।

স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। সভায় সংগঠনের সদস্যসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories