বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে উত্ত্যক্তকারী লিঙ্গ কর্তন করে ইজ্জত রক্ষা করলেন গৃহবধু। অভিযুক্তকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের সানুয়ার বাসস্ট্যান্ড
সংলগ্ন মাওঃ মজিদ ফারুকীর বাড়ির ভাড়াটিয়া লোকাল গাড়ির হেলপাড় আনিসুর রহমান দেওয়ানের স্ত্রী মাহমুদা
বেগম (৫০) তার নাতনী নুসরাত (৪)কে নিয়ে ২৭সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পরে।
এরপর রাত ২টার দিকে ওই গ্রামের মোজাম্মেল আকনের ছেলে অটোচালক মাদক কারবারি, মাদক সেবী,
নারী লোভ শাওন আকন (২০) দরজার ফাঁক দিয়ে লিঙ্গ বের করে দেখায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
এরপর গৃহবধু ভয়ে কোন উপায়ন্তর না পেয়ে নিজের ইজ্জত বাচাঁতে দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করে।
এতে লিঙ্গের উপর আঘাতপ্রাপ্ত হয়ে লম্পট সটকে পড়ে। এসময় গৃহবধুর স্বামী বাড়িতে ছিলোনা।
এছাড়াও লম্পট শাওন আকন একাধিক নারি কেলেঙ্কারীর এলাকায় মাদক,জুয়া,চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু জানান,একমাস ধরে আমার ঘরের আশেপাশে ঘুরঘুর করে ও ঘটনার দিন আমাকে কূ-প্রস্তাব দেয় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
আমার ইজ্জত রক্ষায় তাকে কুপিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মাহমুদা বেগম বাদী হয়ে অভিযুক্ত শাওন আকনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়া অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আসামি শাওন আকনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ওই লম্পটের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
বাংলাদেশ জনপদ
Leave a Reply