রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড ইন্দকাঠী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।গত শনিবার রাত ৯ টায় ও রবিবার সকাল সাড়ে ১০ টায় দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন ইন্দ্র কাঠি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে খোকন হাওলাদার (৬০) তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও মেয়ে সোনিয় (২২)। পরে স্থানীয়রা আহতদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত সূত্রে জানা গেছে,খোকন হাওলাদারের ভাগিনা জীবন ও ভাইর মেয়ে ফারজানা ও তায়েব কে তুচ্ছ ঘটনায় শনিবার রাত ৯ টায় মারধর করে পার্শ্ববর্তী নাজমা বেগম।
পরবর্তীতে খোকন হাওলাদারের বোন জোৎসনা বেগম এ বিষয়ে প্রতিপক্ষ নাজমার কাছে জিজ্ঞেস করতে গেলে
নাজমা তার ভাই রাজু তার স্বামী সহ অজ্ঞাত লোকজন জোৎসনা বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করে।
পরবর্তীতে জোৎসনা বেগম সেখান থেকে কোনরকম পালিয়ে আসে। পরবর্তীতে পূর্ব শত্রুতার জেরে পরের দিন রবিবার দিন সকাল সাড়ে দশটার দিকে রাজু , নাজমা,
নাসিমা,পাখি, নাজমার স্বামী ও দুই ভাগিনা সহ অজ্ঞাত আট দশ জন জোৎসনা বেগমের ভাই খোকন
হাওলাদারের ঘরে প্রবেশ করে দ্বিতীয় দফায় জোৎসনার ভাই খোকন হাওলাদার ও খোকন হাওলাদের স্ত্রী নাজমা ও মেয়ে সোনিয়াকে লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে।
এ সময় খোকন হাওলাদার কে মারধর করে তার ঘরে থাকা জমি বিক্রির তিন লক্ষ টাকা ছিনিয়ে নেয়।পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
বর্তমানে আহতরা শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply