রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বগুড়া রোডের শত বছরের ঐতিহ্যবাহী জেলা পুলিশের পুরাতন ভবন একদল ভূমিদস্যুর কবল থেকে উদ্ধার করে পুরো বরিশাল জেলায় প্রশংসায় ভাসছেন বরিশাল জেলার স্বনামধন্য পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম )।
জানা যায় দীর্ঘ বছর যাবত বরিশালের প্রাণকেন্দ্র বগুড়া রোডের অক্সফোর্ড মিশন স্কুলের পাশে অবস্থিত বরিশাল জেলা পুলিশের শত বছরের ঐতিহ্যবাহী একটি পুরাতন ভবন বগুড়া রোডের কিছু ভূমি দস্যুদের কবল থেকে উদ্ধার করেন বরিশাল জেলা পুলিশের কর্ণদার।
বরিশাল জেলা পুলিশ সুপার বলেন বগুড়া রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন ভবনটি একদল ভূমি দস্যুদের দখলে ছিল তারা পুলিশের সম্পত্তি বেচা বিক্রি করার পায়তারাও করতেছিল দীর্ঘদিন যাবত।
আমি যখন শতভাগ নিশ্চিত হয়েছি এই ভবনটি বরিশাল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের একটি সম্পদ তারপরই এই ভবনটি উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এবং গতকাল সকাল দশটায় ভবনটি ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়ে ভবনটির সামনে বরিশাল জেলা পুলিশের একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যেই ভবনটির সংস্কর কাজ করা হবে ইনশাআল্লাহ।
এটি শুধু জেলা পুলিশের ভবনই নয় এটি বাংলাদেশ পুলিশের একটি সম্পদ ও ঐতিহ্য।
পুলিশ সুপার আরও বলে আমার প্রেশাদারিত্বের দায়িত্ব থেকে এর পূর্বেও আমি বাংলাদেশ পুলিশ তথা বরিশাল জেলা পুলিশের অনেক বেদখলকৃত সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছি আমার সিনিয়র কর্মকর্তাদের দিক নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী।
উল্লেখ্য যে, বরিশাল জেলা পুলিশের চৌকস সৎ নির্ভীক পরিশ্রমী ও মানবিক পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম এর পূর্বেও বরিশাল জেলার বাকেরগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলদি, বরিশাল নগরীর লাইন রোড, বিউটি রোড, কাউনিয়া ব্রাঞ্চ রোড, সহ আরো একাধিক স্থানে পুলিশের সম্পত্তি দখলদারীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়ে প্রশংসায় ভাসছেন বরিশালের জেলা পুলিশ সুপার মহোদয়।
তার এহেনও কর্ম দক্ষতার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ সকল স্তরের পুলিশ সদস্যরা এবং সমাজের বিবেকবান সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
বরিশাল জেলার পুলিশ সুপার মহোদয় কে আরো কর্মদক্ষতার পরিচয় দেওয়ার জন্য সকলেই উৎসব প্রদান করেছেন।
সুশীল সমাজের অনেকেই বলেন এর পূর্বেও বরিশাল জেলায় অনেক পুলিশ সুপার এসেছিল কিন্তু দায়িত্ব নিয়ে পুলিশের কল্যাণে বর্তমান পুলিশ সুপার এর ন্যায় এহেনো কর্মকাণ্ড করতে আমরা আর কাউকে দেখিনি।
সুশীল সমাজের ব্যক্তিবর্গরা আরো বলেন বর্তমান পুলিশ সুপারের সকল কাজই প্রশংসনীয়।
Leave a Reply