সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
নলছিটিতে বাসস্থলে হামলা চালিয়ে কিশোর গ্যাংয়ের ডাকাতি, সহযোগী মেম্বার ফজলু

নলছিটিতে বাসস্থলে হামলা চালিয়ে কিশোর গ্যাংয়ের ডাকাতি, সহযোগী মেম্বার ফজলু

নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটিতে শেখ পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে বাসস্থানে ডাকাতি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২নং মগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড খাওখীর গ্রামের শেখ পরিবারের উপর হামলা চালিয়ে ৩টি বসতবাড়ি ঘর, একটি আলফা গাড়ি ভাঙচুর, ৩ লক্ষ টাকার স্বর্ণের অলংকার, জমি বিক্রির নগদ তিনলক্ষ টাকা হাতিয়ে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় কিশোর গ্যাংয়ের একটি দল।

 

এতে বাসস্থলের গুরুতর আহত ইব্রাহীম শেখ (২৬), রুনা বেগম (৪০), উজ্জ্বল শেখ (৪২), ( শেরে-বাংলা মেডিকেল হাসপাতাল ভর্তি) জামাল শেখ (৫৬), রুনা বেগম (৪০), ইব্রাহীম বেপারি (৪৫), ফয়সাল শেখ (২৭) তারা জানান, পরিকল্পিত যোগসাজশে যেকোনো মাধ্যমে স্বর্ণসহ নগদ টাকার খবর পেয়েই দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় চিহ্নিত আলোচিত এই কিশোর গ্যাংয়ের দলটি।

 

কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, মেম্বার ফজলু খানের ছেলে সেহযান খান(১৮), মনির হোসেনের ছেলে নাসিম(১৭), রাফি(১৭), নিরব(১৬), শামীম (১৭), হ্রদয় (১৬), সালমান(১৭), খলিল(১৬), সাব্বির (১৬), মিরাজ (১৭) সহ অজ্ঞাত ২৫/৩০ জন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিশর্দন করে ভাঙচুরের আলামত দেখে চলে যায়।

এদিকে কিশোর গ্যাংয়ের আতঙ্কে নিজ বাসস্থলে অনিরাপদে আশঙ্কায় ভুগছেন ভুক্তভোগীরা এবং এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত আমরা কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। তাদের ভয়ে সন্ধ্যার পর বাসা থেকে বের হতে পারিনা।

কিশোরীরা যৌন হয়রানির শিকার হোন। ইউনিয়ন মেম্বার ফজলু খানকে জানালে তিনিও হামলাকারীদের পক্ষ নিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, ‘হামলাও হবে মামলাও হবে’। ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী এই ঘটনার অতিদ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

 

ইউপি সদস্য ফজলু খান হামলার ঘটানার সত্যতা শিকার করে বলেন, আমি সাথে করে পুলিশ নিয়ে তাদেরকে ধরার চেষ্টা করি।

তারা দ্রুত পালিয়ে যায়। তবে আমি কিশোর গ্যাংয়ের সাথে আমার সম্পৃক্ত নেই। একটি কুচক্রী মহল আমাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, হামলার বিষয়টি নিয়ে এখনো মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

কাউকে আটক বা মালামাল জব্দ করতে পারিনি। আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন জানান, আমি শুনেছি, হামলার ঘটনাটি সত্য।

ইউপি মেম্বার ফজলু জড়িত কিনা সেটা জানিনা, তবে ওখানে উনি ছিলো।

পুলিশকেও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য বলছি। ইউপি সদস্য জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories