বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২৬ বজর পর ফিরে পেলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন, নতুন সাইনবোর্ড বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা 
পটুয়াখালীতে ইজিবাইক চুরি চক্রের ৩ চোরা কারবারি র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার, ২ টি ইজিবাইক উদ্ধার

পটুয়াখালীতে ইজিবাইক চুরি চক্রের ৩ চোরা কারবারি র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার, ২ টি ইজিবাইক উদ্ধার

বাংলাদেশ জনপদ ডেস্কঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ৬ জুন বিকাল ৬ টায় পটুয়াখালী জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় নিয়মিত টহল ডিউটি করা কালে আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী সাকিনস্থ পাটুখালী বাসস্ট্যান্ডের উত্তর পাশের গণি সিকদার এর কালভার্ডের উপর কতিপয় ব্যক্তি কর্তৃক চোরাই ইজিবাইক ক্রয় বিক্রয় করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই এর লক্ষ্যে ৭.৩০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকযোগে পালানোর চেষ্টাকালে ২ জন ব্যক্তি ১। মোঃ রুবেল মোল্লা (২৭),

পিতা- মোঃ আবু তালেব মোল্লা, সাং- পশ্চিম টাউন কালিকাপুর, ২। মোঃ সজীব মুন্সি (৪২), পিতা- মোঃ আব্দুল মান্নান মুন্সি, সাং- ছোটবিঘা, সর্বথানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালীদের কে আটক করা হয়।

অতঃপর তাদের জিজ্ঞাসাবাদে ইজিবাইকটির বৈধ মালিকানা বা কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে অভিযুক্তদের অধিকতর জিজ্ঞাসাবাদকালে তারা জানায় যে, আরও ০১(এক) টি চোরাই ইজিবাইক পটুয়াখালী সদর থানাধীন হেতালিয়া বাধঘাটস্থ সেতারা ক্লিনিক রোডের একটি ইজিবাইক গ্যারেজে আছে।

অভিযুক্তদের স্মীকারক্তি মোতাবেক র‌্যাব উপরোক্ত স্থানে রাত্র ২ টায় অভিযান পরিচালনা করে গ্যারেজ হতে অভিযুক্ত ৩। মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-মৃত আব্দুর রশিদ সরদার, সাং-পশ্চিম আউলিয়াপুর, সর্বথানা -পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী এর হেফাজত হতে আরও ১ টি ইজিবাইক উদ্ধার করে।

অভিযুক্ত দেলোয়ার উক্ত ইজিবাইকের কোনো বৈধ কাজগপত্র দেখাইতে পারে নাই।

এছাড়াও গ্যারেজ এর ভিতর পাওয়া যায় অনেক গুলো স্প্রে-পেইন্ট এর বোতল যা দিয়ে তারা তাৎক্ষণিক রং পরিবর্তন করে বলে জানায় ৩ নং অভিযুক্ত।

অতঃপর দূত অভিযুক্তদের বিরুদ্ধে অভ্যাস গতভাবে চুরি করে চোরাই মাল নিজ হেফাজতে রাখার অপরাধের সাথে

জড়িত থাকার কারনে তাদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা সহ ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১/৪১৩ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories