সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন খলিসাখালী গ্রামের ৫ নং ওয়ার্ডের সংখ্যা লঘু ইউপি সদস্য শ্রী লক্ষন দেবনাথের বালাবাড়ীতে মেয়ে জামাতা অবিনাশ ও তার স্ত্রী মুক্তা দেবনাথের বসতঘড়ে গতকাল রাতে স্থানীয় যুবলীগ নেতা মো,রিয়াজ মোল্লা
সহ ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল বিল্ডিং ঘড়ে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ন অলংকার নগদ অর্থ জমির দলিল এবং অমানবিক নির্যাতন করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।
গত (৭ আগষ্ট বুধবার) রাত সাড়ে আটটার সময় খলিসাখালী গ্রামে সংখ্যালঘু বালাবাড়ীতে স্থানীয় যুবলীগ নেতা রিয়াজ ও তার পেটোয়া বাহিনী নিয়ে অমানবিক নির্যাতন ও হামলার ঘটনাটি ঘটায়।
হামলাসুত্রে যানা যায়,পটুয়াখালী সদর উপজেলা বদরপুর ইউনিয়নের খলিসা খালী গ্রামে শ্রী লক্ষন দেবনাথের মেয়ে মুক্তা দেনাথের বিল্ডিং ঘড়ে পূর্বের জমি জমা বিরোধকে কেন্দ্র করে গত ৭ আগষ্ট রাতের আধারে ৬ নং ওয়ার্ডের যুবলীগ নেতা রিয়াজ ও তার পেটোয়া বাহিনী নিয়ে সংখ্যা লঘু পরিবারের উপর হামলা চালায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে ঘড়ে থাকা স্বর্ন অলংকার নগদ টাকা পঞ্চম হাজার ও বিকাশে পঞ্চম হাজার টাকা নিয়ে যায় এই নাম্বারে যার মোবাইল নাম্বার, ০১৭৯৯- ২৪৬৮৫৮। এবং মেয়ে জামাতা অবিনাশকে পাসবিক নির্চাতনও মাদধর সহ আরো পাচঁলক্ষ টাকা দাবী করে। এছাড়াও সয়সম্পত্তি ফেলে ইন্ডিয়া চলে যাবার হুমকী ধামকীও দেয়া হয় দেশ ছেড়ে না গেলে প্রানে মেরে ফেলার হুমকী দিলেন এই যুবলীগ নেতা রিয়াজ। শুধু তাই নয় সংখ্যা লঘুদের উপর এমন নির্যাতনের জন্য বিএনপির নেতা কর্মীরা পাঠিয়েছে বলে জানান।
Leave a Reply