শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
মোঃ হাফিজুল ইসলাম শান্ত, গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় এসএসসি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা চলে। গলাচিপা উপজেলার ১০ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হল গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, চর কাজল মাধ্যমিক বিদ্যালয়,
উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ, খারিজ্জনা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর সিনিয়র মাদ্রাসা,
ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট গলাচিপা।
দশটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৮২৬ জন, এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৭৭৪ জন, অনুপস্থিত ৫২ জন, বহিষ্কার হয়েছেন ৩ জন।
বহিষ্কৃত ৩ জন হলেন, মোঃ ইসমাইল হোসেন মানিকচাঁদ দাখিল মাদ্রাসা, সাথে মোবাইল পাওয়ার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।
নকল পাওয়ার অপরাধে মোঃ শামীম হোসেন বড়চত্রা দাখিল মাদ্রাসা ও সাইফুল উত্তর-পূর্ব গোলখালী দাখিল মাদ্রাসাকে বহিষ্কার করা হয়।
Leave a Reply