বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ বরিশাল বিশ্ববিদ্যালয় উত্তাল শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম
পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দায় নির্যাতন তামান্না

পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দায় নির্যাতন তামান্না

এম এইচ শান্ত, গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালী গলাচিপা উপজেলায় যৌতুকের লোভে পুত্র বধুকে নির্যাতন করে শশুর শাশুড়ী ও ননদ।

মামলা দায়ের করেন পুত্র বধু। মামলা সুত্র থেকে জানাযায়, গলাচিপা সদর ইউনিয়নে উত্তর চরখালি গ্রামে শহীদ মুন্সির ছেলে বাছিরের সাথে চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের জাফর হাওলাদারের মেয়ে তামান্না বেগমের (১৯) গত ২ বছর আগে বিবাহ হয়।

 

বিবাহের কিছুদিন না যেতেই শশুর শাশুড়ী, ননদের সাথে বনিবনা হয়নি, যৌথ পরিবারে স্বামী সাথে তামান্নার সম্পর্ক ভালো ছিলো। স্বামী কয়েকমাস পর বিদেশ চলে যায়,তার কিছুদিন পরে থেকে শুরু হয় নির্যাতনের নানান কূটকৌশল ।

 

বাপেরবড়ি থেকে যৌতুকের টাকা সহ নানান জিনিসপত্র আনার জন্য মানুষিক ভাবে চাপ প্রয়োগ করে আসছে শশুর শাশুড়ী এবং ননদ।

বাবার বাড়ি টাকা চেয়ে না পাওয়ায় শশুর শাশুড়ী এবং ননদে কিছুদিন পর পর শারীরিক নির্যাতন করে আসছে।

লোকলজ্জার ভয়েও অনেক দিন নিরব থাকলেও শরীরে আর সহ্য হয়নি তাই স্থানীয়ভাবে কয়েকবার শালিস মীমাংসা করা হলেও তাদের লোভ কমেনি এমন কথাগুলোই বলেছেন হাসপাতালে শয্যাশায়ী তামান্না।

 

গত ৭-৩-২০২৪ শশুর শাশুড়ী এবং কয়েক লাখ টাকা দাবি করে এলোপাতাড়ি মারতে থাকে, একপর্যায়ে তামান্না অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

তামান্না বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে পটুয়াখালী বিজ্ঞ মোকাম নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন যার নং ১৩৩/২০২৪।

 

এ বিষয়ে বিবাদী পক্ষের ১ নং আসামি শহীদ মুন্সি (শশুর) বলেন, সমস্ত ঘটনা মিথ্যে এবং বানোয়াট।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories