সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় তিন বাহিনী ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৪ লাক মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে নৌবাহিনী, নৌ পুলিশ পটুয়াখালী র্যাব -৮।
তথ্য সূত্রে জানা যায়, জাটকা ও ইলিশ সংরক্ষণ কর্মসূচী কার্যক্রমে পটুয়াখালী জেলার তেতুলিয়া নদী ও ভোলার
জেলার চরবেদুরিয়া থেকে চররুস্তম পর্যন্ত এলাকায় ইলিশ অভয়ারণ্য ঘোষনা করেন মৎস্য অধিদপ্তর।
সে অনুযায়ী ৪ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪ইং বেলা এগারোটা থেকে বিকেল সারে পাঁচটা পর্যন্ত ইলিশ অভয়ারণ্য এলাকায় এ অভিযান পরিচালোনা করেন।
এসময়ে ১৪ লাখ মিটার নিষিদ্ধ কারনেন্ট জাল সহ ৩০ জন জেলেকে আটক করে গলাচিপায় ভ্রাম্যমাণ
আদালোত পরিচালনা করেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ জিয়াউল হাসান সৌরভ, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়।
এসময়ে ২১ জন জেলেদের ৫ হাজার টাকা জরিমান এবং ৯ জন জেলে অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,
পটুয়াখালী র্যাব -৮ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সোহেল রানা,
গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, রাঙ্গাবালী মৎস্য দপ্তর ও দশমিনা নৌ পুলিশ অভিযান সহায়তা করেন।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলে, জাটক ও ইলিশ সহ নদী সাগরের আমাদের দেশের
রুপালী সম্পদ রক্ষায় এবং অভয়ারণ্য এলাকায় বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।
সে অনুযায়ী আমাদের অভিযান অভ্যাহৃত থাকবে, এবং আইন অমান্যকারীদের কাউকে ছার দেয়া হবেনা, আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।
এছাড়া আমরা আশা করি, দেশের রুপালী সম্পদ রক্ষায় সকল সুশীল নাগরিগ আমাদের সার্বিক ভাবে সহায়তা এগিয়ে আসবেন।
Leave a Reply