রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি থানায় ০২টি ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ বিভিন্ন জেলায় একাধীক মামলার ৩জন আন্তঃ জেলা পেশাদার চোর আটক।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম, পিপিএম-সেবার দিক নির্দেশনায় তারেক মোহাম্মদ আবদুল হান্নান,
অফিসার ইনচার্জ দুমকি ও মোহাম্মদ শফিউর রহমান, পরিদর্শক (তদন্ত),
দুমকি থানা এর তদারকীতে ৪নং বিট অফিসার এসআই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় লোকজনের
সহায়তায় ১৩ জুলাই সনিবার দুপুর ০১ টায় দুমকি থানাধীন আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ নামক এলাকা হইতে
২টি বাদমী রংয়ের ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ বিভিন্ন জেলায় একাধীক মামলার আসামী,
মামলা নং ৮৬/২২,১/২১,১৬২/১৮,১৩৫/২২,৬/২৪, বনদর থানা, নলছিটি থানা,কোতয়ালী থানা এয়ারপোর্টথানা,
মির্জাগনজ থানা,মামলায় এলেন প্যাদা (৩৫) বাড়ি বাউফল,রুবেল( ৩৪) ঝালাকাঠি সম্রাট সিকদার (৩৫),
ধৃতরা বিভিনন, থানার মালার অভিযুকত চার্জসিট ভুকত আসামি ৩জন আন্তঃ জেলা পেশাদার চোরদের আটক করেন।
আটককৃত চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply