শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন আঙ্গারিয়া ইউপির ঝাটরা ও দুমকি,
নিবাসী মুরাদীয়া সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন খান
শুক্রবার রাত ১ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ শনিবার ২১ সেপ্টেম্বর বেলা ১১ টায় দুমকি আপতুন্নেছা খাতুন মডেল
মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে,
প্রধান শিক্ষক জাকিরের মৃত্যুতে শোক জানিয়েছেন , মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদক।
আরো শোক জানিয়েছেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার ,
সাধারণ সম্পাদক, কে এম আনোয়ারুজ্জামান চুন্নু। জানাযায় দুমকি উপজেলার সকল স্কুলের শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারী, অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply