শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকীর, সাধারন ছাএরা কোটাবৈষম্য নিরসনের একদফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে
“ব্লকেড কর্মসূচী’তে হামলায়, আহত, নিহতের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,কারি ছাএরা ১৭ জুলাই ১১ টায় দুমকি
জনতা কলেজ ছাএ সহ বিভিনন বিদ্যালয়, কলেজের ছাএদের অংশ গ্রহনে,
বিভিনন সড়কে বিক্ষোভমিছিল করেছে, মিছিল টি সড়ক প্রদক্ষিণ
করে থানা ব্রীজ এ লাকায় সমাবেশ করে,দুমকির সিনেমা হল,এলাকায় শেষ হয়।
মিছিলে বিভিন্ন ফেস্টুন নিয়ে মিছিল করে।
Leave a Reply