রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক নারীকে (২৮) ধর্ষনের ঘটনায় সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো গাড়ির চালককে আটক করেছে থানা পুলিশ।
গত (৩রা মার্চ) রোববার দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে।
খোজ নিশে জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই নারীকে ধর্ষন করে।
এসময় আপত্তিকর অবস্থার ছবি তারা মোবাইলে ধারণ করে।এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করতে চায়।
ওই মহিলা এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।
এ ঘটনায় ওই নারী রবিবার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃত সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার। রাজিব অটো গাড়ির চালক বলে জানা গেছে।
এ বিষয় বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারীকে ধর্ষন করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আমরা আটক করতে সক্ষম হয়েছি বলে জানান তিনি।
Leave a Reply