সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন),পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মামুনুর রশিদ ফেরদৌস(৩৯) নামের এক শিক্ষককে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতিক কুমার কুন্ড এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।
জানা গেছে,০২.০৭.২৪ইং তসরিখ রোজ মঙ্গলবার পোনাহুরা ইসলামিয়া
নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ
ফেরদৌস অনুমোতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন।
সময় ওই কেন্দ্রের ট্যাক অফিসার ও উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা
মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করে।
এখবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply