রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে এক চাষীর প্রায় সাড়ে তিনশ তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।উপড়ে ফেলা অধিকাংশ গাছে ফুল ফুটেছে আবার কিছু গাছে ফলও ধরেছে। সোমবার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মঙ্গলবার সকালে তরমুজ চাষী মো. রবিউল ইসলাম রুবেল অজ্ঞতাদের আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মমিনপুরের চরে চলতি মৌসুমে ৩ একর জমিতে তরমুজ চাষ করেন রুবেল।
খেতের প্রায় সাড়ে ৩শ গাছ রাতের আঁধারে দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে।
এতে প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন রুবেল।
এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, আমি ধার দেনা করে তরমুজ চাষ করেছি।
ফলন্ত গাছ গুলো উপড়ে ফেলা হয়েছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply