বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালীর বাউফলে ২১ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

পটুয়াখালীর বাউফলে ২১ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

মু.হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জুয়া খেলার সময় জুয়াড় টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

 

গত ২৬ জানুয়ারি ২৪ইং তারিখ রোজ শুক্রবার রাতে উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে পুলিশের অভিযান চালিয়ে নগদ ২০ হাজার ৯৮০ টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

 

আটককৃত ৬ জনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত ব্যাক্তিরা হলেন, উপজেলার কালাইয়া গ্রামের বদু দাসের ছেলে কিশোর দাস (২৫),দাসপাড়া গ্রামের আজাহার প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন (৪২), দুলাল মালকারের ছেলে মো. নুরুন্নবী (৩৮),কাঞ্চন সরদারের ছেলে মো. বাবুল সরদার (৩৬), মো. শাহজাহান মুন্সির ছেলে মো. বাহাদুর (৩৬) এবং নওমালা গ্রামের মো. আমির হোসেন পঞ্চায়েতের ছেলে মো. জুলহাস পঞ্চায়েত (৩৭)।

 

 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে দাসপাড়া গ্রামের বাবুল আকনের ক্ষেত থেকে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

 

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাঁরা সবাই পেশাদার জুয়াড়ি। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories