বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮’এপ্রিল-২৪ ইং তারিখ উক্ত নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র দাখিল করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগন। এরই মধ্যে ভোট কুরাতে মাটে ময়দানে নেমেছেন প্রার্থীরা।
নির্বাচন প্রচানার বিধিমালা না মেনে শোক ব্যানারের মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা করার অভিযোগ উঠেছে ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লার বিরুদ্ধে।
গত ২৯’মার্চ বিকেলে ভুরিয়া ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম ফজলুল করিম মোল্লার ১৫’তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে সরকারি উর্ধতন কর্মকর্তা, সাবেক সচিব, পিএসসি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, জননেতা, ব্যাবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রায় ৩ হাজার লোকের আয়োজন করা হয়।
মৃত ফজলুল করিম মোল্লার ছেলে সাবেক সাস্থ্য সচিব বর্তমান (পিএসসি) সদস্য ফয়েজ মোল্লা, তার জামাই সাবেক সচিক আজাদ মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, ব্যাবসায়ী বাবুল মিয়া সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তব্যের মধ্যে নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন আলোচনা করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সকল কর্মকর্তার উপস্থিতিতে সরাসরি রুবেল মোল্লার পক্ষে ভোট চেয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে শ্লোগান দেন।
একপর্যায়ে উপস্থিত জনতাও শ্লোগানে মুখরিত করে মিলাদ মাহফিলের মাঠ।
মরহুম ফজলুল করিম মোল্লার দৌহিত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল আহমেদ মোল্লা।
লোকমুখে বলছেন মৃত্যু বার্ষিকীর ব্যানারে নির্বাচনী প্রচারনা করার লক্ষ্যে এক বিশাল জনসভার আয়োজন করা হয়ে যেখানে বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট তিন হাজার লোকের আয়োজন করা হয়েছে।
Leave a Reply