রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
মু,হেলাল আহম্মেদ (রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার ভূরিয়া ইউনিয়ন ও কমলাপুর এই দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসনের
কঠোর নিরাপত্তায় শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
গত( ২৮শে এপ্রিল রোজ রবিবার) অনুষ্ঠিত এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে ভুরিয়া ইউনিয়নে দ্বিতীয় বারেরমত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল আহমেদ মোল্লা (ঘোড়া) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
রুবেল মোল্লা ভোট পেয়েছেন ৪৬৪২। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সরওয়ার হোসেন ( আনারস)প্রতিকনিয়ে ভোট পেয়েছেন ২০১৬ ভোট।
উক্ত ইউনিয়নে মোটার সংখ্যা ৮৪৪৫ জন। ভোটারের মধ্যে ৬৭৮২ জন ভোটার ভোট প্রদান করেন। এ প্রদত্ত ভোটারের মধ্যে ৯৫ টি ভোট বাতিল হয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা।
অপরদিকে কমলাপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ ছালাম মৃধা( চশমা) প্রতিক নিয়ে।
উক্ত নির্বাচনে মো, ছালাম মৃর্ধা মোটভোট পেয়েছেন ৯১৭৮ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির বহিস্কৃত প্রার্থী মো, মনির মৃধা( আনারস) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪৩৬৯ ভোট।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯,৮৪৫ জন। উক্ত ইউনিয়নে ১৩৯১৩ জন ভোটার কেন্দ্রে ভোট দিয়েছেন। কমলাপুর ইউপিতে সালাম মৃর্ধা ৪৮০৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।
এর মধ্যে ২০৬ টি ভোট বাতিল হয়েছে রির্টানিং অফিসার পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজা এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply