মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
পটুয়াখালীর মহিপুরে কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়

পটুয়াখালীর মহিপুরে কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে বিএনপি’র সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্কের সৃষ্টি হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ছাত্রলীগের সাবেক ও নিষিদ্ধ ঘোষিত নেতাদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগে নিন্দার ঝড়।

এর প্রতিবাদে সদ্য ঘোষিত কমিটির দুই ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন।

গত ৬ মে রাতে ঘোষিত কলেজ ছাত্রদলের ১০ সদস্যের কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হক’ কে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এরপরই এই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

কলেজ ছাত্রদলের কমিটিতে মো:রবিউল ইসলাম ও সাকিব আল হাসান রাফিকে ঘিরে এমন বিতর্কের সৃষ্টি হয়।

জানা গেছে, রবিউল পূর্বে একই কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং তাঁর ছাত্রলীগের বিভিন্ন

প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একইভাবে রাফিও ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন, এখন তিনি ছাত্রদলেও সেই একই পদে জায়গা পেয়েছেন।

এ নিয়ে সাবেক ছাত্রলীগের নেতারা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি এখন “টক অব দ্যা” টাউনে পরিনত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব।

এক পোস্টে তিনি লেখেন, “মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু নামটা বদলেছে।”

এ ঘটনার প্রতিবাদে বুধবার শেষ বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদলের একাংশ।

সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতি রাইসুল ইসলাম রুপু এমন অভিযোগ করেন।

এ সময় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা।

তাঁদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

তাঁরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবী একটি পক্ষ এই কমিটি চক্রান্ত করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  রবিউল ইসলম বলেন, ছবিটা আমাকে জোর করে তোলা হয়েছে,

আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছি, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কমিটির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories