শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
জাহিদূল ইসলাম বেলাল, কূয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরের ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রাম লাগোয়া বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ।
১৩ মে মঙ্গলবার স্থানীয়রা সকাল ৯ টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে ফোন দেয় তিনি
মহিপুর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছেন।
স্থানীয়দের ধারণা লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটা ভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে এসেছে।
লাশের বিভিন্ন জায়গায় পচন ধরেছে এবং আশেপাশে গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোটরসাইকেল চালক সুমন বলেন, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দেখি
বড়ইতলা নদীর তীরে মানুষের ভীর কাছে গিয়ে দেখি একটি লাশ ভেসে আসছে।
লাশটি খালি গায়ে রয়েছে, তার পরনে একটি কালো প্যান্ট আছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বড়ইতলা নদীতে একটি লাশ ভেসে এসেছে।
লাশটি উদ্ধারে মহিপুর থানা ও নৌ-পুলিশের সমন্বয়ে একটি টিম কাজ করছে। উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply