বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঠোকলা খালি গ্রামে জমি দখলের জের ধরে ইমন ইসলাম (৩৭) নামে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল পৌনে ১০ টায় ঠোকলা খালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎধীন ইমন জানান, গত ১৫ বছর আগে তার বাবার বিক্রিত ২০ শতাংশ জমি প্রতিবেশী রাহিমার কাছ থেকে ক্রয় করে।
যার খতিয়ান নং ১৭৫,জেএল নং ৪২। সে দীর্ঘদিন ঢাকায় থাকার সুবাদে তার ভাতিজা সবুজ হাওলাদার সজীব হাওলাদার চাচা আউয়াল হাওলাদার ও চাচাতো ভাই হেলাল হাওলাদার সহ অজ্ঞাত আরো কয়েকজন।
এ নিয়ে সে একাধিকবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ জমি মেপে তাকে বুঝিয়ে দেয়।
সে জমিতে পিলার দিয়ে সীমানা দিয়ে ঢাকায় চলে যাওয়ার পর তারা সেই সীমানা উঠিয়ে দীর্ঘদিন বক দখল করে আসছে।
তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার পুনরায় থানায় অভিযোগ দায়ের করে করে।
পুলিশ তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা স্থানীয় হানিফ হাওলাদারের ক্ষমতায় জমি ভোগ করছে বলে জানান।
থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে সবুজ ও অন্যান্যরা ঘটনার দিন মঙ্গলবার সকালে ইমনকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
সংবাদ পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।
তিনি অভিযোগ করে আরো বলেন, আমি ঢাকায় চাকুরী করার সুবাদে আমার মা আমেনা বেগম ও বোন আসমাকে অসহায় পেয়ে একাধিকবার মারধর করেছে তারা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply