বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
মোঃ ফিরোজ ফরাজী, রাঙাবালী বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মরীকান্দা গ্রামের ভাঙা খালে পাওয়া টর্পেডোটি উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে নৌবাহিনী।
আজ (সোমবার) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান,
বেলা সাড়ে ১১ টার দিকে নৌবাহিনী এটিকে (টর্পেডো) উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাটিতে নিয়ে গেছে।
এটি মূলত অনুশিলন কাজে ব্যবহৃত হয়। সুতরাং ক্ষতিকারক কিছু নয় বলে উদ্ধারকারীদের বক্তব্য ।
ওসি আরও জানান, এটি বাংলাদেশের নয়। তবে কোন দেশের তা এখনও নির্ণয় করতে পারেনি তারা।
উল্লেখ্য, যুদ্ধ জাহাজ বিধ্বংসী যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত টর্পেডোটি রোববার সকালে ভাসমান
অবস্থায় রাঙ্গাবালীর মৌডুবি ইউনিয়নের ভাঙা খালে দেখতে পায় এলাকাবাসী।
পরে প্রথমে রাঙ্গাবালী থানা পুলিশ এবং পরে কোস্টগার্ড সেখানে যায়।
সন্ধ্যায় নৌবাহিনী এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরদিন সোমবার বেলা সাড়ে ১১টায় টর্পেডোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply