সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই। এবার দেশের নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।
গত( ২১ শে জানুয়ারি) রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন। ইসির অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যপারে মুঠোফোনে ইসির অতিরিক্ত সচিব তিনি আরো বলেন, আগামী ৯ মার্চ দেশের নয়টি পৌরসভায় একযোগে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নয় পৌরসভায় ভোটগ্রহণ করতে কমিশন ফাইল অনুমোদন করেছে। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পূর্বের ন্যায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান।
এদিকে দেশের যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে প্রথমেই থাকছে ১/ জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা ২/ পটুয়াখালী পৌরসভা ৩/ রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা ৪/ সাতক্ষীরা পৌরসভা ৫/ ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা ৬/ মুন্সিগঞ্জ পৌরসভা ৭/ সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা ৮/ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ৯/বরগুনা জেলার আমতলী পৌরসভা এই মোট নয় পৌরসভায় নির্ধারিত তারিখে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে।
Leave a Reply