রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত গোপালগঞ্জে ৭ই ডিসেম্বর মুক্ত দিবস-পালন করেন বীর মুক্তিযোদ্ধারা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত হয়েছেন জাভেদ নাছিম কুয়াকাটায় টোয়াকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাদশার ১০ তলা ভবন নিয়ে ২ স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মামলা পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় পটুয়াখালীর উপকূলে দুর্যোগের আগাম গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ
পটুয়াখালী ভার্সিটিতে কোর্স ফর রোভার মেট’২৪ এর উদ্বোধন

পটুয়াখালী ভার্সিটিতে কোর্স ফর রোভার মেট’২৪ এর উদ্বোধন

দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভার মেট’২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম রোভার মেট কোর্সের উদ্বোধন ঘোষনা করেন। ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও রোভার স্কাউটিং এ রাস্ট্রপতি পদক প্রাপ্ত প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, স্কাউটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা শাণিত হয়।

নৈতিকতা বিহীন কোন দেশ টিকে থাকতে পাড়ে না। রোভার স্কাউটস এর মাধ্যমে নৈতিক শিক্ষা অর্জন করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করো।

আগামীর নতুন বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তির বিকল্প নেই।

আমি মনে করি স্কাউটিং মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সে দক্ষতা অর্জনের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবে।”

উপাচার্য আরো বলেন, রোভার স্কাউটিংয়ের মাধ্যমে ছেলে-মেয়েরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

সামাজিক অবক্ষয় প্রতিরোধে স্কাউট আন্দোলনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ।

৪দিন ব্যাপি কোর্স ফর রোভার মেট’২৪ এর কোর্স লিডার হিসেবে থাকবেন বরিশাল বিভাগীয় রোভার প্রতিনিধি, এলটি, প্রফেসর আবুল কালাম আজাদ।

পটুয়াখালী জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত দলের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ কোর্সে ৬৫ জন অংশগ্রহণ করেন।

রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়।

আগামী সোমবার সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে কোর্সের সমাপনী হবে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories