রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ পিরোজপুর জেলার সদর উপজেলার হুলার হাট গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮ টায় রাজমিস্ত্রি মনা খান এর বাড়ির ভিতরে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের নাম মোঃ পারভেজ আহম্মেদ, নূর হোসেন, পারুল বেগম, নাজমা বেগম ও সাথী আক্তার তারা উভয়েই হুলারহাট গ্রামের বাসিন্দা।
আহত পারভেজ ও পারুল বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পারুল জানান বেশ কয়েক বছর যাবত তাদের ক্রয়কৃত ৫.৮৪ শতাংশ জমি নিয়ে সাইদুল গং দের সাথে শত্রুতা চলে আসছিল।
পারভেজরা তাদের ক্রায়কৃত জমির উপরে প্লান পাস করে বাড়ি নির্মাণের জন্য মালামাল নিয়ে আসেন তা দেখে
সাইদুল বাহিনী ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে পারভেজ দের কথা বলার জন্য কমিশনারের কথা বলে ডাকে তাতে
পারভেজের মা পারুল বেগম এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে সাইদুল, বিল্লাল, কাওছার, শিউলি ও সেতারা বেগম মিলে রান্দা, জিয়াই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথালি।
কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে তার ডাক চিৎকার শুনে তার ছেলে পারভেজ, স্বামী নূর হোসেন,
মেয়ে নাজমা বেগম ও পুত্রবধূ সাথী আক্তার এগিয়ে আসলে তাদের কেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে তাদের গলায় থাকা তিনটি সোনার চেইন
তিন জোড়া কানের দুল ও একটি নাকফুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আরো জানা যায় তারা এর আগেও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে ও অভিযোগ রয়েছে।
তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন।
ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক পারভেজ আহমেদ ও তার মা পারুল বেগম এর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
আরো জানা যায় তারা ওই এলাকায় রমরমা মাদক ব্যবসা করে আসছে বলে ও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply