মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ জেলা প্রশাসন পিরোজপুর এর উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারদর ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক জেলার বিভিন্ন বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসক পিরোজপুর, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারী ও খুচরা বিক্রয়ের মুল্য তালিকা, ক্যাশ মেমো, মুনাফার পরিমাণ প্রভৃতি তদারকী করা হয়।
ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে সেগুলো মনিটরিং করা হয়।
বাজার মনিটরিং কালে জেলা প্রশাসক বিভিন্ন ফলের দোকান, সবজির দোকান,
মাংসের দোকান, মুদির দোকানসহ অন্যান্য ব্যবসায়ী, পাইকারী ও
খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে মতবিনিময় করে বাজার মূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে বাজার মনিটরিং বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করায় জেলা ভোক্তাদের প্রশংসায় ভাসছেন।
পিরোজপুর জেলায় যোগদান করার পর থেকে জেলা প্রশাসক
আশরাফুল আলম খান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন।
তার এমন কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন পিরোজপুর বাসী।
বাংলাদেশ জনপদ
Leave a Reply