শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ গাজীপুর নগরীর পূবাইল থানার চৌকস অফিসার এস আই হুমায়ুন কবির ও তাঁর সঙ্গীয় র্ফোসসহ শনিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল বাজার রেলক্রসিং এলাকায় থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার তাহের মিয়ার কন্যা ফাতেমা আক্তার কল্পনা (২৮) ও পুত্র মোঃ আল-আমিন (২৫)
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন,
গ্রেফতাররা দুইজনই সম্পর্কে আপন ভাই বোন তারা কিশোরগঞ্জ জেলার
ভৈরব থেকে গাঁজা সংগ্রহ করে পূবাইল হয়ে টঙ্গী এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল।
তারা বাসে করে বিভিন্ন যানবাহনে লুকিয়ে অভিনব কায়দায় মাদককারবারি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা রুজু হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply