শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বিএমপি, গোয়েন্দা শাখার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকার শান্তিনগরে ফিল্মি স্টাইলে কোটি টাকা ডাকাতি মামলার মূল হোতা মো: কবির বরিশাল মহানগরীতে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেন এর নেতৃত্বাধীন এসআই মো: জাহিদ হাসান, এএসআই মো: জাকির হোসেন, এএসআই মোঃ মোয়াজ্জেম হোসেন, কং-৫৩৮ মো: সাইফুল ইসলাম, কং-১১২০ মো: মোজাম্মেল হক গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম ৯ জুলাই রাত ৫ টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩ নং ওয়ার্ডস্থ উত্তর সাগরদী, সরদার পাড়া সাকিনস্থ জনৈক জসীম খান এর মালিকানাধীন খান ভিলা নামক বাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ডাকাত মো: কবির হোসেন তামিদার (৩৮), পিতা- মৃত আ: খালেক হাওলাদার, মাতা-মোসা: বেগমী, সাং-বহরমপুর, ০২ নং ওয়ার্ড, বিনয়কাঠি ইউপি, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, এ/পি-খানভিলা, (জনৈক জসিম উদ্দিন খান এর বাসার ভাড়াটিয়া) সরদার পাড়া, বিসিসি ২৩ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশালের হেফাজত হতে সৌদি আরবের কারেন্সি (রিয়াল) ১৮,০০০ বৈদেশিক মুদ্রা এবং ০২ টি ফিচার ফোন উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
অভিযুক্ত কবির একজন দুর্ধর্ষ পেশাদার ডাকাত। সে ডিবি পুলিশ পরিচয় ঢাকার শান্তিনগরে ফিল্মি স্টাইলে কোটি টাকা ডাকাতি মামলার অন্যতম হোতা।
এছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণ ছিনতাই ও ডাকাতিসহ প্রায় ০৬ টি মামলা রয়েছে।
অভিযুক্ত কবির উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা (সৌদি রিয়াল) যথাযথ কর্তৃপক্ষের
অনুমোদন ব্যতীত বেশি দামে বিক্রি করার জন্য অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছিলো।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply