সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
ববিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উদ্ভাবনী উৎসব ২.০

ববিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উদ্ভাবনী উৎসব ২.০

ববি প্রতিনিধিঃ বিজ্ঞানের আলো ছড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় বিজ্ঞান উদ্ভাবনী উৎসব ২.০”।

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সার্বিক সহযোগিতায়

আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি এই উৎসবটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

এই উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মোট ১২টি ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান বিতর্ক, 4MT প্রেজেন্টেশন, বিজ্ঞান অলিম্পিয়াড, মহাকাশ গবেষণা, 3D বিজ্ঞান চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা ধরনের প্রতিযোগিতা ও কর্মশালা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য স্ন্যাক্স ও সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বড় সেগমেন্টের প্রতিযোগীদের জন্য থাকছে টি-শার্ট, লাঞ্চ ও গিফট ব্যাগ।

প্রতিটি ইভেন্টে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদ।

এই উৎসব সম্পর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি ও প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, “বিজ্ঞান সবসময়ই মানব সভ্যতার অগ্রযাত্রার মূল চালিকা শক্তি।

তরুণদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করা, নতুন উদ্ভাবনের দ্বার উন্মোচন করা এবং গবেষণার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব সর্বদা বিজ্ঞানমনস্ক একটি সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় আমরা আয়োজন করছি জাতীয় বিজ্ঞান উদ্ভাবনী উৎসব ২.০।”

তিনি আরও বলেন, “এই উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞানভিত্তিক দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।

আমরা বিশ্বাস করি, এই আয়োজন নতুন প্রজন্মের গবেষক ও উদ্ভাবকদের উদ্বুদ্ধ করবে এবং বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ দেশব্যাপী বিজ্ঞানপ্রেমী তরুণদের উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানাই।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories