বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
মুনতাসির রাহী, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নটরডেমিয়ান সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাজু মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন সিফাত।
বুধবার (২০ মার্চ) উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনিযুক্ত সভাপতি রাজু মোল্লা জানান, আমি চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল নটরডেমিয়ানদের সমস্যা ও সংকট মোকাবেলা করে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকতে।
সর্বোপরি নৈতিকতার বলে বলিয়ান হয়ে আদর্শ মানুষ হওয়ার জন্য উৎসাহিত করা।
নটরডেমিয়ান সোসাইটির প্রধান উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরূজ্জামান ভূঁইয়া।
অন্যান্য উপদেষ্টা হলেন-গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শফিউল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায় ও গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসাইন।
উল্লেখ্য,ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন বা শিক্ষকতা করছেন তাঁদের সমন্বয়ে গঠিত হয় নটরডেমিয়ান সোসাইটি।
Leave a Reply