বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
মোল্ল আজিজুল, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুস্থ অসহায় মানুষের কাছথেকে পোতারোক মাছুম সরদার এক বছরের চালের কার্ড ওঘর
দেয়ার কথা বলে চার হাজার টাকা করে নিয়েছে ৪৫ জনের কাছ থেকে ৩ বছর হলেও এখন প্রান্ত ভুক্ত ভুগিরা
কোন সাহায্য পায়নি বলে জানাযায় এব্যপারে দুস্থ মানবতার হসপিটালের,
সুমন ফকিরের সাথে মুঠোফোন কথা বলে জানাযায় বিষয় টি তিনি জানেন অথচ কোন সুরাহা করেনি ভুক্ত ভুগিরা
হসপিটালে গেলে তাদের কে তারিয়ে দেয় সুমন ও ম্যানেজার খলিলুররহমা,
ওই হসপিটালের মলিক জুবায়ের হোসেন অসহায় মানুষের সাহায্য সহযোগিতা ও চিকিৎসা বিনে টাকায় করেছেন বলে জানাযায়।
এই সুযোগ নিয়ে তারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী মাছুম সহ কয়েকজন মিলে আগৈলঝাড়া উপজেলার
অসহায় মানুষের কাছথেকে চাল ও ঘর দেয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ টাকা।
Leave a Reply