শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে পরকিয়ায় বাধা দেয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ মে শনিবার বিকেল ৫ টায় এক প্রবাসীর স্ত্রীর সাথে লম্পট রাজমিস্ত্রির পরকিয়ার ব্যপারে নিষেধ করায় অতর্কিত হামলা চালিয়ে কলেজ ছাত্রকে গুরুত্বর আহত করে।
আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় আহতর চাচাত ভাই বাদী হয়ে ৩ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত ওহাব মোল্লার ছেলে
রাজমিস্ত্রি মোঃ খলিল মোল্লা(৩৫) প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ায় আসক্ত হয়।
প্রায়ই খলিল মোল্লা ওই বাড়িতে আসা-যাওয়া করে এবং অবৈধ ভাবে শারীরিক মেলামেশায় লিপ্ত হয় বলে অভিযোগ করে কলেজ ছাত্র শাওন খান।
এ ঘটনার প্রতিবাদ করায় মোঃ আলাল খানের ছেলে এইচএসসিতে পড়ুয়া কলেজ ছাত্র মোঃ শাওন খান (১৯) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে খলিল মোল্লা ও সম্রাট।
হামলার ঘটনায় আহত কলেজ ছাত্র’র চাচাতো ভাই সজল খান বাদী হয়ে সম্রাট মোল্লা, খলিল মোল্লা, সোনিয়া বেগমের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত খলিল মোল্লা বিষয়টি এড়িয়ে যায়। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply