বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই বিকেলে ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ছেলেদের খেলায় উজিরপুর পৌরসভার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন,
বড়াকোঠা ইউনিয়নের উত্তর গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ।
মেয়েদের খেলায় শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন,
উজিরপুর পৌরসভার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি বৃন্দ।
Leave a Reply