বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বরযাত্রীর মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত হয়েছেন অন্তত ১০ জন। উপজেলার আটিপাড়া গ্রামের সরদার বাড়ির সামনে বরযাত্রীর মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বরযাত্রী পক্ষের কলেজ পড়ুয়া এক ছাত্রী নিহত হয়। এছাড়া ১০ জন যাত্রী আহত হয়।
২ ঘন্টা ছিলো যানবাহনের দীর্ঘ লাইন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উজিরপুর
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
১৯ জুন বুধবার দুপুর ২ টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়,
ঝালকাঠী জেলার কৃষ্ণ কাঠি গ্রামের মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে বর মোঃ রাসেল হাওলাদার গৌরনদী
উপজেলার বাটাজোর গ্রামে মোঃ লিটন ফকিরের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী বহনকারী ১টি প্রাইভেট কার ও ২ টি
মাইক্রোবাস উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ির সামনে পৌছামাত্র হঠাৎ বৃষ্টি ও বাতাসের কারনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে।
এসময় গাড়িবহরে থাকা টয়োটা নোহা ঢাকা মেট্রো -চ- ১৩- ৩১০১ মাইক্রোবাস পাশ কাটিয়ে উঠতে গেলে ঢাকা থেকে বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব, ১১-৭৯৬৭) তার নির্বাধিত সাইড থেকে ডানে সরে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসে বরযাত্রী কলেজ পড়ুয়া ছাত্রী ঝালকাঠি জেলার কৃষ্ণ কাঠি গ্রামের আব্দুল জলিলের মেয়ে বৃষ্টি আক্তার ( ১৭) সহ ১০/১২ জন আহত হয়। মাইক্রোবাসটি ধুমরে মুছরে যায় এবং বরযাত্রীরা মাইক্রো বাসের মধ্যে আটকা পড়ে যায়। এ খবরে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের টীম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মাইক্রোবাসের বরযাত্রীর পক্ষের গুরুত্বর আহত বৃষ্টি আক্তারসহ আহত যাত্রীদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত হন বরযাত্রী জুয়েল (১৯), মাইক্রোবাস ড্রাইভার মোঃ আলিফ,
বরযাত্রী নাদিম হাওলাদার (৩৫), নাজমুল হাওলাদার(২১), সাকিব (১৯), বাসের ড্রাইভার এরশাদ গুরুতর আহাত হন।
আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়।
নিহত বৃষ্টি আক্তার বরের সম্পর্কে ভাগ্নি হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা খুবই মর্মান্তিক।
মহাসড়কে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছিল আমরা তাৎক্ষণিক যানবাহন চলাচল স্বাভাবিক করেছি।
দুর্ঘটনা ঘটনায় পরিবহনের ড্রাইভারকে আসামি করে নিহতের পরিবারের ভাই বাদী হয় উজিরপুর মডেল অভিযোগ দায়ের করেন।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
Leave a Reply