রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
বরিশালের উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে নিহত-২ জন

বরিশালের উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে নিহত-২ জন

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক ব্যবসায়ী ও মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পশ্চিম সাতলা ২ নং ওয়ার্ডের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে ওই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার গত ২৪ আগষ্ট শনিবার রাত ১১ টায় সাতলা ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ী কাজ শেষ করে দোকান বন্ধ করে তার চাচাত ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে পৌছামাত্র দুর্বৃত্তরা অতর্কিত ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান।

২৫ আগষ্ট বেলা ১১ টার দিকে মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকেও কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন হাওলাদার,

যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ একাধিক সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক মাছের ঘের দখল,

এলাকায় আধিপত্য বিস্তার ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইদ্রিস হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছিলো।

এমনকি কয়েক মাস পূর্বে ঘেরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে কোটি টাকার ক্ষতি সাধন করার ঘটনায় ইলিয়াস হাওলাদার ও তার ভাই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার এবং আসাদ হাওলাদার হাজতবাস করেন।

উল্লেখ্য মামলার আসামিরা পরিকল্পিত ভাবে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, নিহতদের লাশ বরিশাল সেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের কার্যক্রম চলছে এবং হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে ফুঁসে উঠেছে পরিবার ও এলাকাবাসী উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, নিহতদের লাশ বরিশাল সেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের কার্যক্রম চলছে এবং হত্যার রহস্য উৎঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে ফুঁসে উঠেছে পরিবার ও এলাকাবাসী।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories