সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মাদক সেবিকে ধরতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ। সুত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের হারুন মিয়ার ছেলে মিঠু মিয়া (২৮) ও কাশেম বেপারীর ছেলে জাহাঙ্গীর বেপারী (৪৫) মোঃ রুবেল হোসেন মিলে গত ৩০ মে রাত ৯ টার দিকে ইজিবাইকের মধ্যে লুডু খেলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহম্মেদ, তাদের দেহে তল্লাশি চালিয়ে দুইটি গাজা ভর্তি বিড়ি পান।
এরপর পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহম্মেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং সন্দেহ হলে তাদের দেহে তল্লাশি চালাই।
এরমধ্যে মিঠু মিয়ার পকেটে ২টি গাঁজা ভর্তি বিড়ি পাওয়া যায়। ক্ষিপ্ত হয়ে মিঠু মিয়া আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে সকলকে নিয়ে পালিয়ে যায়।
মাদক সেবনের বিষয়টি এলাকায় চাউর হলে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি কূ-চক্রীমহল ঘটনার দুই দিন পরে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মিঠুকে হাসপাতালে ভর্তি করেছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
মিঠুর মা তাসলিমা বেগম জানান, আমার ছেলেকে মারধর করে তাই তাকে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে
ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন জানান, মিঠুর কাছে গাজা ভর্তি ২টি বিড়ি পেয়েছে পুলিশ।
কিন্তু পুলিশ মিঠুকে মারধর করেছে কিনা তা আমি জানিনা। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মিথ্যাচার করা ঠিক নহে।
Leave a Reply