রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ র্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে।
সেপ্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর আনুমানিক ০৫:৫০ মিনিটের সময় র্যাব-৮, সদর কোম্পানীর একটি চৌকস
আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তুষার মাহমুদ (২৪), পিতা-আব্দুল জলিল বালী,
সাং-ধামুরা, থানা-উজিরপুর, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।
এসময় আসামীর নিজ হেফাজতে থাকা একটি স্পেনের তৈরী ৪.৫ ক্যালিবার পিস্তল উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ধর্ষণের মত সামাজিক অপরাধে মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে বরিশাল জেলার উজিরপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply