মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
বরিশালের উজিরপুরে ৩ পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

বরিশালের উজিরপুরে ৩ পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

বাংলাদেশ জনপদ ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) এই তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

৯ মে বৃহস্পতিবার চতুর্থ ধাপের নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে-৪ ভাইস চেয়ারম্যান

(পুরুষ)-৩ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-২ প্রার্থীদের মনোয়ন পত্র জমা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজিমুদ্দিন উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে,

 

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়াামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,

 

একই পরিষদের সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাদল,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য।

 

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,

উজিরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোঃ মিজানুর রহমান (সবুজ)।

 

এছারা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট মোর্দেশা পারভীন।

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে চতুর্থ ধাপেই রয়েছে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন।

 

৯ ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ২ শত ৫৭ জন। ৮৩ টি কেন্দ্রে ৫ শত ৮ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ৯ মে শেষ হয়েছে। যাচাই-বাছাই ১২ মে প্রত্যাহার ১৯ মে প্রতীক বরাদ্দ দিবেন নির্বাচন কমিশন ২০ মে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন জানান, চতুর্থ ধাপের নির্বাচনে উজিরপুর উপজেলায় ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পেয়েছি।

যাচাই বাছাই শেষে যারা টিকবে তারা নির্বাচনে অংশ নিবেন। আমরা আশা করছি প্রার্থীরা সকল প্রকার নির্বাচনী আচারন বিধি মেনে তাদের প্রচারনা চালাবে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories