শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদর উপজেলার কর্ণ কাঠি এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক মোদী ব্যবসায়ী ও তার ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
এ সময় দোকান ভাঙচুর, নগদ ৭৫ হাজার টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ আগস্ট) সকালে কর্ণকাটিতে এ সন্ত্রাসী তাণ্ডবের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা হালিম মোল্লা ও তার ছেলে রাকিব মোল্লা।আহত হালিম ওই গ্রামের বাসিন্দা মৃত মালেক মোল্লার ছেলে ও মোল্লা স্টোর্স এর স্বত্বাধিকারী।
আহতদের মধ্যে রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও হালিম কে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হালিম জানান, ঘটনার আগের দিন শনিবার দুপুরে স্থানীয় গোলাম সারোয়ারের ছেলে ইমরান, দেলোয়ার হাওলাদারের ছেলে হাসান হাওলাদার, ও দেলোয়ারের ছেলে লোকমান সহ অজ্ঞাত আরো কয়েকজন তার দোকানে গিয়ে চাঁদা দাবি করে।
এতে সে অপারগতা স্বীকার করায় উত্তেজিত হয়ে সেখান থেকে তারা চলে যায়। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার সকালে তারা হালিমের দোকানে গিয়ে পুনরায় তার ছেলে রাকিবের কাছে চাঁদা দাবি করে।
চাঁদা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমরান সহ অন্যান্যরা রাকিব কে বেধড়ক মারধর করে। এ সময় হালিম রাকিব উদ্ধার করতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় দোকান ভাঙচুর, নগদ অর্থ,ও মালামাল লুটপাট চালায় তারা।
হালিমের অবস্থা আশঙ্কা জনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে রাকিব অভিযোগ করে বলেন,ইমরানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আহত তার পরিবার সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply