সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশাল নগরীর কাউনিয়া থানার এসআই আরাফাত রহমান হাসান, এএসআই মোঃ কামরুল ইসলাম-২, এএসআই মোঃ ফারুক হোসেন গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুলাই ৬.২০ মিনিটে
কাউনিয়া থানাধীন বিসিসি ০৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা সড়ক মোঃ আলকাছ হাওলাদার এর মালিকানাধীন আল
আমিন স্টোর নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত (১) মোঃ দুলাল ফরাজী (৩২), পিতা-মৃত কাশেম ফরাজী, মাতা-আছমা বেগম,
সাং-চুনারচর, ফরাজী বাড়ী, ০৯নং ওয়ার্ড, চর এককরিয়া ইউনিয়ন, থানা- মেহেন্দীগন্জ, জেলা-বরিশাল,
এ/পি সাং-রসুলপুর কলোনী, খানকাহ এর পাশে জনৈক মাসুম মিয়ার ভাড়াটিয়া, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল,
বিএমপি, বরিশালের হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
উদ্ধারকৃত মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ২) মো: কালু ওরফে টিএন্ডটি কালু (৪২), পিতা-
মৃত ইয়াসিন হাওলাদার, মাতা-জাহানারা বেগম, সাং-রসুলপুর কলোনী, বিসিসি ০৯ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল পলাতক রয়েছে।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply