রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড গড়িয়ার পাড় এলাকায় অবৈধ ভাবে পরিবহন কাউন্টার দখল কে কেন্দ্র করে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় পরিবহন ও লোকাল কাউন্টার ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯ টায় গড়িয়ার পাড় বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম রিয়াজ হোসেন সে ওই এলাকার বাসিন্দা মৃত শামসুল হোসেনের ছেলে এবং গড়িয়ার পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রিয়াজ বলেন,গরিয়ার পাড়ে তার লোকাল ও পরিবহন একটি কাউন্টার রয়েছে। সেই কাউন্টার টি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলের পায়তারা করে আসছে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী জুয়েল ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে জুয়েল, সৈয়দ নজরুল, নজরুল,মামুন, ইমরান, পান্না, ও সাগর গাজী সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন তার কাউন্টার দখল করতে যায়।
এসময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তারা তাকে রাম দা জিআইপাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র অতর্কিত হামলা চালায়।
এ সময় সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply