শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্ঠা উজিরপুরে ৬৩ বছর বয়সী নারীর লাশ উদ্ধার কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কে এম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রহরে এই দিবসটি পালন উপলক্ষে নানান কর্মসুচির মধ্য দিয়ে প্রত্যুষে দিবসটি পালন করা হয়েছে।

পরে সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে সেজে উঠেছে উপজেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহল।

স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু আবদুল্লাহ সকল দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর একে একে থানা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

অতপর মুক্তিযুদ্ধে সকল শহদীদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করেন।

এছাড়াও মহান গৌরবের এইদিনে সমগ্র উপজেলা ঘুরে দেখাগেছে, বই মেলা সহ নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে দিবসটি।

বিজয় দিবসটিকে স্মরণীয় করতে আগ্রহের কমতি নেই জনসাধারনেরও।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাব ও সমিতিগুলো আয়োজন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা মনোমুগ্ধকর অনুষ্ঠানের।

স্মরণ করা হয় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের। যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে সেইসব ৩০ লক্ষ নরনারীকে।

যা যুব সমাজ সহ আকৃষ্ট করে ও দৃষ্টি কারে সর্বস্তরের জনসাধারনের।

স্মরন করিয়ে দেয় সেদিনের ভয়াবহতা ও আনন্দে গাঁথা দিনগুলোর কথা।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন,

দেশের গনতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এমনিভাবে এক কাতারে কাজ করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে সোনার বাংলাদেশ।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories