রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধিঃ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় গুরুতরভাবে আহত ৭জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় এই ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল নয়া দিগন্তকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুরপাল্লার বাস যমুনা লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) গৌরনদী মাহিলাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে মাহিন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।
নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আজম মৃধার স্ত্রী সুমা আক্তার (৩০) ও ছেলে আজমাইন মৃধা (৩)।
বাস চালক পটুয়াখালীর গলাচিপা উপজেলার শান্তিবাগ গ্রামের শাহ আলম চকিদারের পুত্র রুবেল চৌকিদারকে (২৭) বাসসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply